ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাগুরা-১ আসনে ক্রিকেটার সাকিব আল হাসান মনোনয়ন পত্র দাখিল 

মাগুরা-১ আসনে ক্রিকেটার সাকিব আল হাসান মনোনয়ন পত্র দাখিল 

মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাািখল করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। বৃহস্পতিবার দুপুরে তিনি মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগের কাছে মনোনয়ন পত্র জমা দেন। একই সাথে মনোয়ন পত্র জমা দিয়েছেন মাগুরা-২ আসনের বর্তমান সংসদ সদস্য ড. বীরেন শিকদার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।

এ রিপোট লেখা পর্যন্ত মাগুরা-১ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সিরাজুস সাইফিন সাঈফ, বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল ইসলাম, মাগুরা-১ আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী মাসুদ পারভেজ, মাগুরা-২ আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থী হায়দার আলী। মনোনয়ন জমা দেয়ার পর মাগুরা-১ আসনের আওয়ামীলীগ প্রার্থী সাকিব আল হাসান ও মাগুরা-২ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. বীরেন শিকদার নির্বাচনে জয় লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

মাগুরা-১ আসনে সাকিবের মনোয়ন পত্র জমা দেয়ার পর সাইফুজ্জামান শিখর এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিব আল হাসানকে মনোয়ন দেয়ার পর আমরা নির্বাচনী কার্যক্রম শুরুর প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা খুবই আশাবাদী যে সাকিবকে মাগুরা-১ আসন থেকে বিজয়ী করে এ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব।

মাগুরা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত